Bangla Sad Status for Facebook & Whatsapp 2022

bangla sad staus

Sad Status Bangla- Read বাংলা কষ্টের স্ট্যাটাস, ভালবাসার কষ্টের কথা, যা পড়লে অবশ্যই আপনার মনের ব্যাথা কিছুটা লাঘব হবে এবং আপনি আপনার প্রিয় মানুষের সাথে স্ট্যাটাস গুলো শেয়ার করার মাধ্যমে আপনার মনের কথা প্রকাশ করতে পারবেন।

Very emotional status and bangla love sms for Bengali visitors. You can read and copy to send anywhere you want, best status for WhatsApp, Facebook or other social media.

হাসি মুখে কথা বলি,সবার সাথে মিশে চলি,
দুঃখ পেলে গোপন রাখি,সবাই ভাবে আমি সুখি,
আসলে সুখি আমি নয়,আমার জীবন টাই সুখের অভিনয়।

ঘুম থেকে উঠে প্রীয় মানুষ গুলোর কাছ
থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা,
বাট আমার মত হতভাগার জীবনে সেটা হল না ।

দুঃখ আমার চির সাথী, কান্না আমার গান
বেথা আমার মুখের হাসি, কষ্ট আমার প্রান
মন যদি নৌকা হয় মাঝি হবে কে?
সবাই যদি পর ভাবে আপন হবে কে?

যদি মনের আকাশে মেঘ জমে তবে
জল হয়ে ঝড়ে পরে,যদি ব্যথার
আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর hoy.

ভালবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ।

ভুল তোমার ও ছিলো, সেটা তুমি বুঝনি
রাগ আমার ও ছিলো, কিন্তু আমি দেখাইনি.
ভুলে আমি ও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি,
কারন আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি।

আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,
যেখানে জমা আছে অনেক ব্যাথা..!

কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের,
কিন্তু তার চেয়েও বেশি কষ্টের
হলো আসবেনা জেনেও তার জন্য
অপেক্ষা করা।

Sad Status Bangla

তুমি বেঁচে থেকো তোমার সকল
ভালোলাগার কারণ গুলো নিয়ে,
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে।

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়,
কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়।

কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে.!
যদি সেখানে ভালোবাসাই না থাকে.!

কাউকে বাধ্য করোনা
কথা বলার জন্য!
তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও
তাদের ছাড়া তুমিও থাকতে পারো!

জানি ফিরবেনা এই মনের নিড়ে, তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে ।

জানিনা কিভাবে তোমার দেখা পাবো
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায় ,
শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।

বেদনা মধুর হয়ে যায়, যদি তুমি দাও..।
মুখের কথাই হয় যে গান, যদি তুমি গাও.!

বাঁধিনি হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে।
যাবি যদি দূরেই পাখি, যা রে উড়ে করবোনা মানা তোরে..।

অন্য কারো হাতে তোমার সুখ আমানত
দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার
সুখকে আর তুমি খুজে পাবে না…..!!!

এক চোখ কখনো আরেক চোখকে
দেখেনা, তবুও এক চোখের কিছু হলে
আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না।

আমি সত্যিই ব্যার্থ !!! কারণ আমি কখনোই

তোমাকে বুঝাতে পারি নাই আমি
তোমাকে কতটা ভালবাসি..

আজ নিজে নিজে নীরবে কাঁদছি,
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে ।
তবে সত্য বলতে কি জানো আমি
তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি ।

সমুদ্রের ঢেউ বার বার ফিরে আসে
কিন্তু যাকে একবার নেয়, তাকে আর
ফিরিয়ে দেয় না ।

কিছু কথা কাউকে
বলা যায়না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।

কাউকে ভালবেসে তাকে কষ্ট
দিলে সে নিজে ও কষ্ট পায়।

ভুল যেমনি মানুষকে শেখায়
তেমনি ভলোবাসা মানুষকে কাদায়।

তুমি আমার হৃদয়ে যদি থাকো
একদিন জানি কাছে আসবে,
জানি আমাকেই শুধু ভালবাসবে।

তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর,
যে সাগরে প্রতিরাতে ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি।

 

সুখি হতে চাও? খুব সহজ
স্বার্থপর হয়ে যাও
অনেক সুখে থাকবে।

কার হার্টে কার বিট চলে
কার আবেগে কে গলে
কার চোখে কে অশ্রু ফেলে?

প্রার্থনা করি
যারা যাকে ভালোবাসে
তাকেই যেন পায় !
কেন না অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাদায়।

যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।

মানুষ মানুষকে না দেখেও
জীবনের চেয়েও বেশী
ভালবাসতে পারে, কেন জানো?
কারন ভালোবাসা সৃষ্টি হয় মন
থেকে, চোখ থেকে নয়।

ও শহর!
তুমি কি মনের গলির খবর রাখো?
কত শত চিন্তার চাষাবাদ হয় তার খোঁজ কি জানো..?

তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন
আমিও কি আর থাকব এই পৃথিবীতে তখন!

সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে
অনেক দূরে সরিয়ে দিয়েছে।
দোয়া করি সে অনেক সুখি হোক
আমি না হয় আমার মত করে থেকে গেলাম
আবার আমার সেই অন্ধকার ঘরে।

জীবনে অনেক কিছু চাওয়ার থাকে
অনেক কিছু পাওয়ার থাকে,
কিন্তু সব কিছু পাওয়া যায় না,
আর যা কিছু পাওয়া যায় তার মাঝে-না
পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় ॥
এই বাস্তবতা কে মেনে নিয়ে আজও
বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে ॥

আমার প্রতিটা এস এম এস এ হয়তো তুমি
রাগানিত হউ। কিন্তু কি করবো বলো,
তোমার ফোনটা ও বন্দ।
ভালোবাসা বহনের আর কুনো বাহন আমার
জানা নেই।আর কখনোই এস এম এস করবো
না তোমাকে।কখনোই অধির অপেক্ষা নিয়ে বসে থাকব না
তুমার একটা ফোন কলের আশায়।কখনোই
আর বলা হবে না,সব ভুল আমার ছিলো।
ক্ষমা করে দিয়ে ফিরে আসো,ফিরে।

জানিনা আর কতদিন নীরবে,সবার অগোচরে
চোখের জল ফেলতে হবে।জানিনা আর কতটা
জল চোখ দিয়ে পড়লে বিশ্বাস করবে
কতোটা ভালোবাসি তোমায়?
শুধু একটা কথাই বলবো যতদিন বাঁচবো
ততদিন আমার বুকের বাম পাশের একটা
অংশেরও রাজকুমারি হয়ে থাকবে তুমি।
হয়তো আমায় ভুলে গেছো,না হয় কুনোদিন
আমাকে মনেই রাখোনি।কিন্তু কখনো
তোমায় আমি পাইয়নি ।

তুমি যেদিন আমার কাছে ফিরে আসতে চাইবে
সেদিন দেখবে কালের স্রোতে হারিয়ে গেছি আমি দেখবে
তুমি একাইবসে আছো রাতের ওইনীল আকাশের নিচে
আর আমি.আমি সেই নীল আকাশের
ছোট্ট একটি তারা হয়ে তোমার পানে চেয়ে থাকবো
আর তখনই তুমি বুঝবেযে ভালোবাসার মানুষ
হারিয়ে গেলে কতটা কষ্টপেতে হয়॥

কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে,

তুমি তাকে আর কাঁদাতে পারবে না ।

Kanna Lukiye je ekbar haste sikhe geche

Tumi take ar kadate parbe na ..

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব ,

কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব সম্ভব নয় । 

Bondhutter pore Valobasha somvob

Kintu Valobashar por bondhutto somvob noy

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

Sad Facebook Status Bangla

মানুষ তখনই কাঁদে ,

যখন তার মনের সঙ্গে লড়াই করে 

হেরে যায় ।

Manush tokhon e kade 

Jokhon tar moner songe lorai kore

here jay …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

Sad ইমোশনাল স্ট্যাটাস

কোন একজনের থাকা খুবই দরকার ,

যাকে দিনশেষে সব কিছু বলা যায় ।

Kono ekjoner thaka khub e dorkar

Jake dinseshe Mon khule sob bola jay ..

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

Sad Status photo Bangla

ভাগ্যের কাছে নয় , 

হেরে গেছি  বিশ্বাসের কাছে ।

Vagger kache noy,

Here gechi biswasher kache …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

শুনেছি আমার বিদায়ের সময় হয়েছে 

নতুন কেউ তোমার দায়িত্ব নিয়েছে ।

Sunechi Amar bidayer somoy hoye geche ,

Notun keu Tomar dwayitto niyeche …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

Bangla sad status in bangla font

আমরা তাদেরকেই চাই ,

যাদের মনে আমাদের জন্য জায়গা নেই ।

Amra tader kei chai ,

Jader Mone amader jayga nei …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

সব মৃত্যু দেহের হয় না ,

কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় ।

Sob mrityu deher Hoy na ,

Kichu mrityu swopno r iccher o Hoy …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

Bangla sad love fb status 

ঠিক ততটাই ভালো থেকো ,

যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না ।

Thik tototai Valo theko ,

Jotota Valo thakle amake r Mone porbe na …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

যে আমার কান্নার কারণ খুঁজে না ,

সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না ।

Je Amar kannar Karon khuje na ,

Se Amar mrityu teo koshto pabe na …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

এই শহরে বাঁচতে হলে ,

পাক্কা অভিনয় জানতে হয় ।

Ei sohore bachte hole 

Pakka ovinoy jante Hoy ..

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

এক শহরেই অথচ দেখা হবে না ।

Ek shohorei othocho Dekha Hobe na ..

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেয়া গেলেও

মাঝে মাঝে , চোখের জল সব গল্প বুঝিয়ে দেয় ।

Moner onuvutiguloke jor kore

 chapa dewa geleo ,

Majhe majhe chokher jol sob Golpo

bujhiye dey ..

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

আমি নিরবে তাকে আমার

থেকে দূরে যেতে দেখেছি ।

Ami nirobe take Amar 

theke dure jete dekhechi …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

কথা যদি রাখতে পারো , তবেই কথা দাও

কারোর সাথে কথা রাখার মিথ্যে

অভিনয়টা না করাই ভালো  ।

Kotha Jodi rakhte Paro ,tobei Kotha Dao

Karor Sathe Kotha rakhar mitthe ovinoyta

Na korai valo …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

শরীরে আমি বেঁচে আছি 

স্মৃতিতে ধরেছে ক্ষয় ,

মনকেও আজ মানিয়ে নিয়েছি

আসলে মানিয়ে নিতে হয় ।

Shorire Ami beche Achi 

Smritite dhoreche khoy

Monkeo aj maniye niyechi

ashole maniye nite Hoy …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

সহজ নয় তোকে অন্য কারোর হতে দেখা ।

Sohoj noy , toke onno karor hote Dekha…

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

ভালো না থাকলেও 

সবাইকে ভালো আছি বলতে হয় …

Valo na thakleo , sobaike Valo Achi Bolte hoy..

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

সত্যি তো এটাই , 

যে হৃদয়ে থাকে , সে ভাগ্যে থাকে না ।

Sotti to Etai ,

Je hridoye thake , se vagge thake na …

.

ছোট ছিলাম , সব ভুলে যেতাম 

সবাই বলতো 

“মনে রাখতে শেখো “

বড়ো হলাম , কিছু ভুলিনা এখন

কিন্তু দুনিয়া বলছে 

“ভুলে যেতে শেখো ” ।

Choto chilam sob vule jetam

Sobai bolto 

‘mone rakhte sekho’

Boro holam , Kichu vulina ekhon

Kintu duniya bolche 

“Vule jete sekho”..

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

কখনো কি ওয়াশরুমের দরজা 

বন্ধ করে কেঁদেছেন ?

তারপর মুখ ধুয়ে এমন ভাবে বেরিয়ে এসেছেন

যেন কিছুই হয়নি ।

Kokhono ki wash room er dorja

Bondho kore kedechen ?

Tarpor mukh dhuye emon vabe beriye

esechen jeno kichui hoyni …

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

ওকে বলে দিও , দূর থেকেও ভালোবাসা যায় ।

 Oke bole diyo , dur thekeo Valobasha jay ..

22 Best Bangla Sad Status for Facebook & Whatsapp 2022 | Sad Facebook Status Bangla

কেউ চায়না কাউকে ভুলতে

কিন্তু সময় ভুলিয়ে দেয় ,

কেউ চায়না কাউকে হারাতে

কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়  ।

আশা করি এই Status বা ইমোশনাল স্ট্যাটাস গুলো আপনার ভাল লেগেসে এবং এগুলো দিয়ে আপনি আপনার প্রিয় মানুষের কাছে আপনার মনের কষ্টগুলো স্ট্যাটাস বা এসএমএস আকারে প্রকাশ করতে পারবেন। Bangla Love SMS এর সাথেই থাকুন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published.